বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


দিল্লিতে নিজ বিশ্ববিদ্যালয়ের কবরস্থানেই দাফন সম্পন্ন দানিশ সিদ্দিকীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিৎজার পুরস্কারজয়ী ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকীর লাশ নয়াদিল্লির জামেয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে দাফন করা হয়েছে।

গতকাল রোববার আফগানিস্তান থেকে তার লাশ ভারতে নিয়ে আসার পর রাতে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ব্যক্তিরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামেয়া নগর মহল্লাতেই দানিশ সিদ্দিকী বেড়ে ওঠেন। পরে এই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এ জে কে ম্যাস কমুনিকেশন রিসার্চ সেন্টার থেকে গণ যোগাযোগে পোস্ট গ্র্যাজুয়েশন করেন তিনি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের সাথে যুক্ত এই ফটো সাংবাদিক সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনের জন্য আফগানিস্তানে গিয়েছিলেন। ১৬ জুলাই দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দানিশ সিদ্দিকী। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ