বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মূর্খ হয়ে বেঁচে থাকার চেয়ে করোনা আক্রান্ত হয়ে মরে যাওয়া উত্তম: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মূর্খ হয়ে বেঁচে থাকার চেয়ে শিক্ষিত হয়ে করোনা আক্রান্ত হয়ে মরে যাওয়া উত্তম বলে মতামত পেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর সৈয়দ মুফতি মুহাম্মদ ফয়জুল করীম।

আজ শুক্রবার (১৬ জুলাই) বরিশাল জেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছে চরমোনাই পীরের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এজন্য যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মূর্খ বানানো হয়। তাহলে দেশের জন্য তা কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না।

মাওলানা আবু বকর আরও জানান, বরিশালে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছে চরমোনাই ভলেন্টিয়ার সার্ভিস টিম (সিভিএসটি) স্বেচ্ছাসেবক সংগঠন। সংস্থাটি বরিশালে ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, বিটিভির সিনিয়র সাংবাদিক নজরুল বিশ্বাস, ৭১ টিভির বরিশাল বিভাগীয় সিনিয়র সাংবাদিক বিধায়নসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ