বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসলামফোবিয়া: ইংল্যান্ডে মুসলিম নারী কাউন্সিলরের গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ইংল্যান্ডের ইসলামফোবিয়া একটি ঘটনা সামনে এসেছে। দেশটির তৃতীয় বৃহত্তম ম্যানচেস্টারে এক মুসলিম নারী কাউন্সিলরের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে  গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া মুসলিম নারী কাউন্সিলরের নাম ওরোজ শাহ। তার নিজের বাড়ির সামনে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এ সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাড়ির আগুন  ওরোজ শাহের বাড়ি পর্যন্ত পৌছে যায় । তবে এতে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছেন।

গ্রেফতারকৃত সন্দেহভাজন অপরাধীর বয়স ২৩। সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ডেপুটি চিফ ইন্সপেক্টর বলেছেন, ঘটনাটি ইসলামফোবিয়া থেকেই  ঘটিয়েছে অপরাধীরা।

তিনি আরো বলেন, মহিলা কাউন্সিলরের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি নিন্দনীয় এবং বিদ্বেষপ্রসূত। তবে গাড়িতে আগুন দেওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কাউন্সিলের ঠিক করেছেন এটি একটি ইতিবাচক দিক।

তিনি আরও বলেন, এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন না হওয়া পর্যন্ত আমরা তদন্ত চালিয়ে যাব এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনবো।

সূত্র: তুর্কি উর্দু

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ