আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের কাবুল প্রদেশের সুরবি জেলার ৭০ গ্রাম এখন তালেবানের দখলে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান স্থানীয় কর্মকর্তারা।
খবরে বলা হয়, কাবুল প্রদেশের সুরবি জেলার ১৩০ গ্রামের মধ্যে ৭০টি ইতোমধ্যে তালেবানদের নিয়ন্ত্রণে চলে এসেছে।
তালেবানের সদস্যরা সুরবি বাজার দখলে নিয়েছে বলে জানিয়েছেন সুরবি জেলার বাসিন্দারা। সুরবি ছাড়াও কাবুল প্রদেশের আরও চার জেলা তালেবানেদের দখলের মধ্যে রয়েছে বলে জানান প্রদেশের গভর্নর।
সুরবি জেলায় একটি রেস্তোরাঁর মালিক জাহিদুল্লাহ। তিনি বলেন, এখানকার নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে ভালো।
আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, কাবুল প্রদেশে ১৪ জেলা রয়েছে। এর মধ্যে অ।ধিকাংশ জেলায়ই এখন তালেবানের দখলে।
ওদিকে যুক্তরাষ্ট্র আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা বাস্তবায়নের প্রায় শেষ দিকে রয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান থেকে দেশটি ‘৯০ শতাংশের বেশি’ সেনা প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের ৩৪ প্রদেশের প্রায় ২০০ জেলা দখল করেছে তালেবান।
এমডব্লিউ/