বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

মুফতি তাকী উসমানীর উপর আবারো হামলা চেষ্টা, ঘাতক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা তাকী উসমানীর উপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন।

আজ বৃহস্পতিবার করাচীর দারুল উলূম কোরঙ্গীতে ফজরের নামাজের পর হামলার চেষ্টা করা হয়।

জানা যায়, ফজরের নামাজের পর হামলাকারী মুফতি তকি উসমানীর সঙ্গে কথা বলার জন্য আসেন। কথা বলার সময় হামলাকারী পকেট থেকে ছুরি বের করেন। মুফতি তাকি উসমানীর সাথে থাকা গার্ড তাৎক্ষনিক হামলাকারীকে ধরে ফেলে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

এসএসপি কোরঙ্গি শাহ জাহান জানান, হামলাকারী গুলিস্তান-জৌহরের বাসিন্দা। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

মুফতি জোবায়েব জানান, ফজরের পর এক ব্যক্তি মুফতি তাকি উসমানীর সাথে দেখা করতে চান। ওই ব্যক্তি বলেন, তিনি দূর থেকে এসেছেন। মুফতি তাকি উসমানীর সাথে জরুরি কথা বলতে চান।

উল্লেখ্য, দুই বছর পূর্বে মার্চ মাসে দারুল উলূম করাচিতে মুফতি তকি উসমানীর গাড়িতে হামলা চালানো হয়। গাড়িতে তিনি, তার স্ত্রী ও দুই নাতি-নাতনিও ছিলেন। হামলায় তার দুইজন গার্ড শহীদ হয় এবং বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আমির শেহাব ও মুফতি তাকী উসমানী আহত হন।

সূত্র: সামা নিউজ, ডেইলি পাকিস্তান।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ