বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের ‘ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে’ আবারো হাসনাতকে গাড়িচাপায় ‘হত্যার চেষ্টা’

কোরবানির পশু আনতে চালু হচ্ছে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকায় কোরবানির পশু আনতে আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই বিশেষ ট্রেন ‘ক্যাটল সার্ভিস’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (৬ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি।

তিনি জানান, ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আরও আগে ক্যাটল সার্ভিস পরিচালনার কথা ছিল কিন্ত চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি পাওয়া ও পশুর হাট শুরু নিয়ে বিভিন্ন সরকারী নির্দেশনা থাকার কারণে ১৭, ১৮ ও ১৯ জুলাই পরিচালনা করা হবে বিশেষ ওই সার্ভিস।

গত বছর শুধুমাত্র ময়মনসিংহ ও জামালপুর থেকে গরু পরিবহন করা হলেও এবার এর সাথে যোগ হচ্ছে উত্তরবঙ্গ। গরু ব্যবসায়ী ও খামারিরা যাতে ভোরবেলা ঢাকায় এসে পশুর হাট সময়মত ধরতে পারে সে জন্য তাদের সাথে আলোচনা করে ট্রেনের শিডিউল নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিন দুপুর থেকে পশু বুকিং শুরু হবে এবং বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেন। রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে নামানো হবে সেসব গরু। সব এলাকা থেকে ঢাকায় গরু আনতে গরু প্রতি খরচ পড়বে ৫০০ টাকা। উত্তরের জেলা সিরাগঞ্জ, নাটোর, পাবনার গরু পরিবহন হবে এবার। তাদের চাহিদামত লাগলে আরও ট্রেন বাড়ানো হবে।

আপাতত তিনটি ট্রেন প্রস্তুত আছে জানিয়ে মোহসি বলেন, ব্যবসায়ী ও খামারিদের চাহিদামত প্রয়োজন মত বাড়তি ট্রেনেরও ব্যবস্থা আছে তাদের। পশু বুকিংয়ের জন্য স্থানীয় রেলস্টেশনে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ