আওয়ার ইসলাম ডেস্ক: উপমহাদেশের শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, রাবেতা আলমে ইসলামী মক্কা মুকাররামার নির্বাহী সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড- এর সদস্য, আওলাদে রাসূল সা. মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীকে ইমারাতে শারইয়্যাহ হিন্দের (পঞ্চম) আমিরুল হিন্দ নির্বাচিত করায় ভারতীয় উলামায়ে কেরামের প্রতি অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।
আজ রোববার এক বিবৃতিতে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়াউদ্দীন, সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দল্লাহ ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া অভিনন্দন বার্তায় বলেন, মাদানী পরিবারের অবদান উপমহাদেশে ইসলাম ও মুসলিমদের সংরক্ষণে বিদ্যমান। আল্লামা আরশাদ মাদানী বর্তমানে সমগ্র দুনিয়াব্যাপী মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন।
শনিবার (৩ জুলাই) নয়াদিল্লির জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের শীর্ষ আলেমদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানীর সভাপতিত্বে ইমারাতে শারইয়্যাহ হিন্দের (পঞ্চম) আমিরুল হিন্দ নির্বাচিত করায় আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আল্লামা আরশাদ মাদানীর প্রতিও অভিনন্দন, সুস্বাস্থ্য ও দীর্য়ু কামনা করছি।
এমডব্লিউ/