বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

শতাধিক মসজিদের দেওয়ালে কুরআনের আয়াত লিখলেন যে হিন্দু ক্যালিগ্রাফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের তেলঙ্গানা প্রদেশের রাজধানী হায়দরাবাদের বাসিন্দা অনিল কুমার চৌহান। যিনি একজন হিন্দু চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফার। তিনি এ পর্যন্ত শতাধিক মসজিদে পবিত্র কোরআনের আয়াত ও হাদীস লিখেছেন। এছাড়া মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে নাতে রাসূল সা.ও পাঠ করেন তিনি। ভারতের ওয়েবসাইট ‘পঠন’ অনুসারে এই হিন্দু ব্যক্তির নাম অনিল কুমার চৌহান।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘উর্দু খুব মিষ্টি ভাষা। আমি উর্দূ ভাষার প্রেমে পড়ে এটি শিখতে শুরু করি। এরপর সাইনবোর্ড, দোকান ও অফিসের ব্যানার থেকে উর্দূ লেখা অনুলিপি করতে শুরু করি। লেখার সময় সে শব্দগুলো চিনতে চেষ্টা করি ও সাবলীলভাবে উর্দু পড়া শুরু করি। এরপরে আমি উর্দু এবং আরবিতে ক্যালিগ্রাফি শুরু করি।’

তিনি বলেন, ‘একবার আমি আমার নিজ খরচে ক্যালিগ্রাফি প্রদর্শন করেছিলাম। তবে সেখানে  বিক্রি করতে পারিনি। এরপর আমি চিন্তা করি যে, আমার কাছে এর চেয়ে বেশি অর্থোপার্জনের সামর্থ নেই। তখন থেকেই আমি বিনামূল্যে মসজিদের দেওয়ালে কোরআনের আয়াত লেখা শুরু করি ও মসজিদে বিনামূল্যে কুরআনের আয়াত রিখতে থাকি।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি প্রায় শতাধিক মসজিদে বিনামূল্যে কুরআনের আয়াত লিপিবদ্ধ করেছি।’

সূত্র: রোজনামা পাকিস্থান থেকে অনুবাদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ