মোস্তফা ওয়াদুদ: ভারতের তেলঙ্গানা প্রদেশের রাজধানী হায়দরাবাদের বাসিন্দা অনিল কুমার চৌহান। যিনি একজন হিন্দু চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফার। তিনি এ পর্যন্ত শতাধিক মসজিদে পবিত্র কোরআনের আয়াত ও হাদীস লিখেছেন। এছাড়া মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে নাতে রাসূল সা.ও পাঠ করেন তিনি। ভারতের ওয়েবসাইট ‘পঠন’ অনুসারে এই হিন্দু ব্যক্তির নাম অনিল কুমার চৌহান।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘উর্দু খুব মিষ্টি ভাষা। আমি উর্দূ ভাষার প্রেমে পড়ে এটি শিখতে শুরু করি। এরপর সাইনবোর্ড, দোকান ও অফিসের ব্যানার থেকে উর্দূ লেখা অনুলিপি করতে শুরু করি। লেখার সময় সে শব্দগুলো চিনতে চেষ্টা করি ও সাবলীলভাবে উর্দু পড়া শুরু করি। এরপরে আমি উর্দু এবং আরবিতে ক্যালিগ্রাফি শুরু করি।’
তিনি বলেন, ‘একবার আমি আমার নিজ খরচে ক্যালিগ্রাফি প্রদর্শন করেছিলাম। তবে সেখানে বিক্রি করতে পারিনি। এরপর আমি চিন্তা করি যে, আমার কাছে এর চেয়ে বেশি অর্থোপার্জনের সামর্থ নেই। তখন থেকেই আমি বিনামূল্যে মসজিদের দেওয়ালে কোরআনের আয়াত লেখা শুরু করি ও মসজিদে বিনামূল্যে কুরআনের আয়াত রিখতে থাকি।’
তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি প্রায় শতাধিক মসজিদে বিনামূল্যে কুরআনের আয়াত লিপিবদ্ধ করেছি।’
সূত্র: রোজনামা পাকিস্থান থেকে অনুবাদ।
এমডব্লিউ/