আল আমীন আজহার।।
যুগান্তরের সূর্য যবে উদয় গগনে উঠে
তোমার প্রেমের স্মৃতিগুলো বাবা তার পেছনেই ছোটে
লাখে লাখে ঝাঁকে ঝাঁকে।
ক্ষীণ আকাশে ধূসর সান্ধ্য ক্লান্তিতে যবে লুটে
দুকুল জুড়িয়া চরণ স্মরিয়া
অশ্রুর জলে স্রোত বহিয়া
বুক ভরিয়া তোলে
তবে
তোমার হাসিতে বাবা
হতাশারা ভেঙে পড়ে
ফুলবনে শ্বসি উঠে!
শোক তরঙ্গে ছল ছল করিয়া জোয়ার যবে আসে
পাষাণ টুটিয়া জড়তা জুড়িয়া
বন্যার ঢল উজানে বহিয়া
খানিক বাঁচিয়ে রাখে
তবে
তোমার সাহসে আমার আকাশে
আলো জ্বলিয়া উঠে
ঐশী প্রদীপ হতে
জীবনের বাঁকে বাঁকে।
মহাসিন্ধুর পার হতে যবে শৃগালেরা জাগিয়া উঠে
খঞ্জর রঞ্জিয়া পঞ্জর মূর্ছিয়া
রুদ্ধের দ্বারে জিঞ্জির গুঞ্জিয়া
যুদ্ধের হাঁক ছাড়ে
তবে
বাবা তোমার
নাচন রঙ্গে চরণ ভঙ্গে
বিদ্রোহী দিল নাচে
খুশির দাবানলে
আনন্দের মহাতানে।
যুগের স্কন্ধে ভর করিয়া
হেমন্তেরই দিন ফুরিয়া
দিনান্তরের প্রান্তে বসিয়া
ফাগুন হাওয়ায়
শিশির ছেঁচায়
তোমার প্রেমের মন্ত্রগুলো বাবা যন্ত্র হয়ে বাজে
বাবা তোমার প্রেমে-
আমায় আমি সঁপে দিলাম তোমার চরণ-তলে!
-এএ