আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের চার মাস পর দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জানা গেছে, মিয়ানমারের জান্তা সরকারের প্রতি নিন্দার প্রস্তাবও গৃহীত হয়েছে সেখানে। খবর বিবিসি’র।
শুক্রবার (১৮ জুন) জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন দিয়েছে বিশ্বের একশ ১৯ দেশ।
তবে এর বিপক্ষে মত দিয়েছে বেলারুশ; সে দেশেও স্বৈরতন্ত্র চালু আছে। জানা গেছে, মত দেওয়া থেকে বিরত থেকেছে চীন-রাশিয়াসহ মোট ৩৬ দেশ।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের এই প্রস্তাবের কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও রাজনৈতিকভাবে অনেক গুরুত্ব রয়েছে।
জাতিসংঘে মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রতিনিধিত্বকারী বিশেষ দূত কিয়াও মো তুন বলেছেন, এ ধরনের ‘লঘু’ প্রস্তাব পাস করতে জাতিসংঘের এতটা বেশি সময় লাগার জন্য তিনি খুবই অসন্তুষ্ট।
-এএ