বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর হাইয়ার আবেদনপত্র প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

মাদরাসা খোলার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদনপত্র দিয়েছেন রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইয়াতুল উলইয়ার তিন সদস্য বিশিষ্ট টিম।

আজ (১৭ জুন) বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় আল্লামা আব্দুল কুদ্দুসের  নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রীর পিএসের কাছে দ্রুত সময়ের মধ্যে মাদরাসা খোলার আবেদনপত্রটি তুলে দেন হাইয়াতুল উলইয়ার তিন সদস্য বিশিষ্ট টিম। বিষয়টি বিবেচনা করে যথাসময়ে এব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মাদরাসা শিগগির খোলার ব্যাপারে মন্ত্রীর পক্ষ থেকে কোন আশ্বাস বা ইঙ্গিত দেওয়া হয়নি বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন আল্লামা আব্দুল কুদ্দুস।

স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদনপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজধানীর জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিমও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী ও আযাদ দীনি এদারা বোর্ড সিলেটের মহাসচিব মাওলানা আব্দুর বছির।

প্রসঙ্গত, দীর্ঘ সময় বন্ধ থাকা কওমি মাদরাসা খুলে দেয়া, সরকার স্বীকৃত সনদের মান, কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশ,  সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা হাইয়ার জন্য স্থায়ী জমি ক্রয় ও বর্তমান অফিস স্থানান্তের জন্য নতুন ভবন দেখাসহ একগুচ্ছ সিদ্ধান্ত গৃহিত হয় আল-হাইয়াতুল উলইয়ার বৈঠক থেকে।

গতকাল বুধবার (১৬ জুন) সকাল ১০ টায় সংস্থার আরামবাগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী এ বৈঠকের সভাপত্বি করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

জানা গেছে, গতকাল সভার শুরুতে আল-হাইআতুল উলয়ার সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি এবং মতিঝিল জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম পীরজঙ্গী মাজার মাদরাসার মুহতামিম মাওলানা ছফিউল্লাহ (র.) এর মাগফিরাত কামনা করা হয় এবং করোনা পরিস্থিতিতে দেশবাসীসহ বিশ্বমানবতার জন্য দু‘আ করা হয়।

এরপর সভাপতির নির্দেশক্রমে সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো জানতে ক্লিক করুন এখানে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ