মোস্তফা ওয়াদুদ: আল্লামা শফী রহ. খলীফা ও ভক্তবৃন্দের আয়োজনে দেশের চলমান সংকট থেকে উত্তরণ ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা শুরু হয়। পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভার সভাপতিত্ব করছেন আল্লামা শাহ আহমদ শফী রহ. এর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।
স্বাগত বক্তব্য পেশ করেন মাওলানা লিয়াকাত আলী। এছাড়াও আছেন- মাওলানা রুহুল আমিন উজানভী, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈফী, মাওলানা মাঈনুদ্দীন রুহী, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা গোলাম মুহীউদ্দীন ইকরাম, মাওলানা আব্দুল আউয়াল কাউসারী, বরিশাল, আব্দুল মালেক চৌধূরী, সিলেট, মাওলানা রেজাউল করীম যশোরী, মাওলানা ফয়েজ আহমদসহ আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ভক্তবৃন্দ ও খলীফাগণ।
এ বিষয়ে গতকাল আল্লামা আহমদ শফী রহ. -এর সাহেবজাদা মাওলানা আনাস মাদানী আওয়ার ইসলামকে বলেছিলেন, আব্বাজানের ইন্তেকালের পর এখন পর্যন্ত জাতীয়ভাবে কোনো আলোচনা সভার আয়োজন করা যায়নি। আমাদের শুভানুধ্যায়ীরা অনেক দিন যাবত এ বিষয়ে চেষ্টা করে আসছেন। সে হিসেবে ১৭ জুন জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আব্বার খলিফা ও ভক্তরা অংশ নেবেন ইনশাআল্লাহ।
তিনি আরও বলেছিলেন, এটি জীবন-কর্ম শীর্ষক একটি আলোচনা সভা। দেশের চলমান সংকট থেকে উত্তরণে আলেমদের কী ভূমিকা হতে পারে, এ বিষয়ে শীর্ষস্থানীয় আলেমরা নির্দেশনা দেবেন। এখানে হেফাজতের কমিটি গঠন ইত্যাদি নিয়ে কোন সিদ্ধান্ত হবে না।
-এএ