সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


খ্রিস্টান মিশনারির অপতৎপরতা নিয়ে তথ্যবহুল উপন্যাস ‘নির্ভীক নিশাচর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পার্বত্য অঞ্চলে ধর্মান্তরিত করছে খ্রিস্টান মিশনারি ও এনজিওগুলো। সাধারণ মানুষের সরলতা ও দারিদ্র্যের সুযোগ নিয়ে তাদের ধর্মান্তরিত করে খ্রিস্টান মিশনারি ও এনজিওগুলো। সেবার নামে ধোঁকা দিয়ে কোন দেশ বা অঞ্চলে প্রবেশ করে। সেবার সাথে বিলিয়ে বেড়ায় কথিত ইঞ্জিল ও তাওরাত। অসুস্থের সেবা, শিশুদের শিক্ষা, নারীদের কর্মসংস্থান, ঋণগ্রস্থদের চড়া সুদে ঋণ দেয়। ইংরেজ শাসন আমলেই তারা ভারতবর্ষে আসে।

ভারত উপমহাদেশ স্বাধীন হলে ইংরেজরা এদেশ ছাড়ে। কিন্তু ছেড়ে যায়নি খ্রিস্টান মিশনারি ও এনজিওগুলো। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কর্মচঞ্চলতা চোখে পড়ে, পার্বত্য অঞ্চল ও দেশের দক্ষিণাঞ্চলে। সব জায়গায় স্বাভাবিক সেবার কাজ চালালেও সুবিধা বঞ্চিত ও তুলনামূলক দরিদ্র এলাকায় তাদের মুখোশ খুলে পড়ে। সেবার আড়ালে সে মিশন নিয়ে তারা এসেছে তার কার্যক্রম চলে।

‘নির্ভীক নিশাচরে’ এদৃশ্যই ফুটে উঠেছে। তথ্যগুলোকে রূপ দিয়েছে উপন্যাসের। পাঠক বইটিতে উপন্যাসের স্বাদ যেমন পাবে। তেমন পাবে তথ্য। গল্পের আদলে তথ্যগুলো পাঠককে আলোরিত করবে। এটি কেবল একটি উপন্যাস নয়। ভয়, ভালোবাসা, বিচ্ছেদ, রহস্য, বীরত্বসহ রয়েছে মিশনারীদের ভয়াবহ চক্রান্ত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

এক নজরে বই

বই : নির্ভীক নিশাচর
লেখক : আব্দুল্লাহ আল মুনীর
প্রকাশনায়: মাকতাবাতুল ইত্তিহাদ
মুদ্রিত মূল্য : ২০০৳
রকমারি থেকে কিনতে ক্লিক করুন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ