তাওহীদ আদনান।।
আন্তর্জাতিক ডেস্ক>
দারুল উলুম নদওয়াতুল উলামা লখনউ-এর নায়েবে নাযেম প্রসিদ্ধ আলেমেদ্বীন মাওলানা সাইয়েদ মুহাম্মদ হামজা হাসানী নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার ( ৭ মে) সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। খবর বাসিরত অনলাইনের।
মাওলানা সাইয়েদ মুহাম্মদ হামজা হাসানী নদভী রহ: ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
তাঁর বাবা মাওলানা সাইয়েদ সানী হাসানী নদভী মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ:-এর ভাগিনা ও মা আবুল হাসান আলী নদভী রহ:-এর ভাতিজি ছিলেন। এছাড়াও তিনি রাবে হাসান নদভীর জামাতা ও খলিফা ছিলেন।
তিনি ৪০ বছরেরও বেশি সময় ‘রিজওয়ান’ নামক নারী বিষয়ক সাময়িকীর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালের খবরে ভারত ও বাংলাদেশের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমগুলোতে মরহুম মাওলানা সাইয়েদ মুহাম্মদ হামজা হাসানী নদভী রহ:-এর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
সূত্র: বাসিরাত অনলাইন
এনটি