সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মালিবাগ মাদরাসার মোহাদ্দিস মাওলানা ফখরুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার সিনিয়র মুদাররিস মাওলানা ফখরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত সাড়ে দশটার দিকে তিনি ইন্তেকাল করেন বলে জানা যায়।

মাওলানা ফখরুল ইসলামের মৃত্যুর বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মরহুমের মামাতো ভাই ও রাজধানীর মোহাম্মদপুর জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার শিক্ষক মাওলানা ফাহীম সিদ্দিকী।

তিনি জানান, ভাইয়া (মাওলানা ফখরুল ইসলাম) মাগরিবের নামাজের পরও দীর্ঘ সময় ধরে আমার আব্বুর (মাওলানা ইয়াহ্ইয়া জাহাঙ্গীর) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। এতো তাড়াতাড়ি তাকে হারাতে হবে ভাবিনি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

কীভাবে তার মৃত্যু হয়েছে? সে বিষয়ে জানতে চাইলে মাওলানা ফাহীম সিদ্দিকী জানান, তিনি পরিবারসহ বসবাস করতেন খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি ফ্লাটে। আজ (৭মে) তারাবির পরপর তার বিল্ডিং এর অপর এক ফ্ল্যাটে চোর এসেছিল। বাহিরে তালা দিয়ে ফ্ল্যাটের লোকজন বেড়াতে গিয়েছিলেন। এ ফাঁকে বারান্দার গ্রিল কেটে চোর ঢুকে চোরাই মাল নেওয়ার সুবিধার্থে বারান্দার বাতি জ্বেলে দেয়।

তিনি আরো জানান, ভাইয়া চোরদের পর্যবেক্ষণ করতে গিয়ে রেলিংহীন ছাদ থেকে একটু বেশি ঝুঁকে গিয়েছিলেন। তাই নিজেকে আর সামলাতে পারেননি। ছাদ থেকে পড়ে যান। কাটা গ্রিলগুলোর উপর আছড়ে পড়ায় বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর দেয়ালের সাথে মাথায় আঘাত লাগায় পেছনের অংশ থেতলে যায়। ফলে নিচে পড়ার সাথে সাথেই ভাইয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরক্ষনেই খিদমাহ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকগণ তাঁকে মৃত ঘোষনা করেন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ