আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর গুলিতে তিন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। আটক হয়েছেন আরও একজন। গত বুধবার (৫ মে) রাতে কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানের কানিগাম এলাকায় ঘটনা ঘটে।
বিবৃতির মাধ্যমে কাশ্মীর পুলিশ বলছে, গোপন সূত্রে খবর পেয়ে কানিগাম এলাকায় বুধবার রাতেই অভিযান শুরু করেন ভারতীয় বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলেন তারা। স্বাধীনতাকামীদের দেখেই গুলি চালাতে শুরু করে ভারতীয় বাহিনী।
এসময় পাল্টা গুলি শুরু করেন স্বাধীনতাকামীরা। বুধবার রাতভর চলে এই সংঘাত। বৃহস্পতিবার (৬ মে) সকালে ভারতীয় বাহিনী তিন স্বাধীনতাকামীকে নিহত এবং একজনকে জীবিত অবস্থায় দেখতে পান। জীবিত ওই সদস্য আত্মসমর্পণ করেন।
এনটি