আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের ১৯ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) বিকেলে রাজধানীর মাতুয়াইল আমান সিটিস্থ বোর্ডের ঢাকা অফিসে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী।
সদর দপ্তর চরমোনাই থেকে অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। নির্বাহী চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ নূরুল করীম কাসেমী, বোর্ডের মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, সচিব মো. শামসুদ্দোহা তালুকদার।
এ সময় তারা বলেন, ‘দেশের বিরাজমান বাস্তবতা লক্ষ্য করলে দেখা যায়- একদিকে শিক্ষার হার বাড়ছে। অপরদিকে পাল্লা দিয়ে সুদ, ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, জুলুম ও নির্যাতন বাড়ছে। এজন্যই দ্বীনি শিক্ষা বিস্তারের প্রয়োজন। কারণ একজন মানুষ সত্যিকারের মানুষই হয় তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের মাধ্যমে। আর দ্বীনি মাদরাসাগুলোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে তাকওয়াবান মানুষ গড়া। তাকওয়াভিত্তিক সমাজ গড়ে তোলা। মূলত এ সুমহান স্বপ্নকে সামনে রেখেই গড়ে তোলা হয়েছে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড। শেষে শুভাকাঙ্ক্ষীদের মাদরাসাগুলোকে বাকুশি বোর্ডে অন্তর্ভুক্ত করে নিয়মিত কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের আহবান জানান।
এবছর মোট ১২টি বিভাগে (কাফিয়া, কুদূরী, মীযান পুরুষ, মীযান মহিলা, উর্দু পুরুষ, উর্দু মহিলা, কিরাআতুল কুরআন দ্বিতীয়, কিরাআতুল কুরআন খাছ, হিফজ ৫-১০-২০ ও ৩০ পাড়া গ্রুপ) মুমতাজ ২৭৮৭, জাইয়্যিদ জিদ্দান ২১২৮ জন শিক্ষার্থী মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন। সর্বমোট পাশের হার ৯৫.৮৪%।
এসময় উপস্থিত ছিলেন, মুফতী মিজানুর রহমান কাসেমী (আরবী ভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান, চরমোনাই জামিয়া), মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মুফতি আব্দুল আজিজ কাসেমী, মুফতী মামুনুল হক কাসেমি আল আজহারি, মুফতী মাসুমবিল্লাহ ফেরদাউস কাসেমী, মুফতী জহিরুল ইসলাম কাসেমী, মুফতী সানাউল্লাহ কাসেমী, মুফতী সালীম মামুন কাসেমী, মুফতী আব্দুল্লাহ আল মুর্তাজা কাসেমী, মুফতী জোবায়ের আব্দুল্লাহ্ কাসেমী, মুফতী জাকির হোসাইন কাসেমী, মুফতী রায়হান কাসেমী, মুফতী আবু দারদা কাসেমী, মুফতী তাওফিকুল ইসলাম কাসেমী, মুফতী মুঈন কাসেমী, মুফতী আবদুস সাকুর কাসেমী, মুফতী ওমর ফারুক কাসেমী, মুফতী মাহদী হাসান কাসেমী,কে এম শরীয়তুল্লাহ, মুফতি শওকত উসমান, মাওলানা মিরাজ নাদিমসহ ঢাকাস্থ কুরআন শিক্ষাবোর্ড অধীনস্থ মাদরাসাসমূহের মুদাররিসবৃন্দ।
এমডব্লিউ/