আওয়ার ইসলাম ডেস্ক: করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। বিএনপি নেত্রীর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, বৃহস্পতিবার সকালে করোনার নমুনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। দুপুরে রিপোর্ট আসে নেগেটিভ।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
এমডব্লিউ/