সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রমজানের প্রথম ২০ দিনে মসজিদুল হারামে ৩০ লাখ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রমজান আসলেই বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপচে পড়া ভিড় তৈরি হয় মক্কার মসজিদুল হারামে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেলোবারের মতো এবারও নানা ধরনের বিধিনিষেধের মোড়কে আটকে ফেলা হয়েছে মুসলমানদের এই কেবলাকে। তারপরও চলতি রমজানের প্রথম দশকে ৩০ লাখের বেশি মুসল্লি নামাজ আদায় ও ওমরাহ পালন করেছেন।

মসজিদুল হারামের দরজায় লাগানো বিশেষ ক্যামেরার মাধ্যমে এই পরিসংখ্যান জানা গেছে বলে রবিবার (৩ মে) এই খবর জানিয়েছে আল আরাবিয়া। এ সংক্রান্ত একটি প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, সৌদি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পূর্ণ পালন করে তবেই এত মুসল্লি মসজিদে হারামে প্রবেশ করতে পেরেছেন।

এ বিষয়ে মসজিদুল-হারামের দায়িত্বশীল মুহাম্মদ আল জাবেরী বলেন,এ বছর রমজানের প্রথম ২০ দিনে ওমরা, তাওয়াফ ও নামায আদায়ের জন্য ৩০ লাখের বেশি মানুষ মসজিদুল হারামের প্রবেশ করেছেন।

তিনি বলেন, রমজানের শুরু থেকেই হারামাইন কর্তৃপক্ষ তাওয়াফ ও ওমরা পালনকারীদের সুবিধা নিশ্চিতে কর্মতৎপরতা বাড়িয়ে দিয়েছেন। এর অংশ হিসেবে মসজিদুল হারামের প্রবেশপথে তাপ নিয়ন্ত্রণে বিশেষ ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে রমজানের শুরু থেকে এখন পর্যন্ত মসজিদুল হারামে প্রবেশ করা সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতেই হারামাইন কর্তৃপক্ষ এই ব্যবস্থাগ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।

No description available.

আরো পড়ুন: মসজিদুল হারামে রহমতের বৃষ্টিপাত-ওমরা আদায়কারীদের কিছু মনকাড়া দৃশ্য

আল জাবেরি বলেন, তাপমাত্রা মাপার এই বিশেষ ক্যামেরা পর্যবেক্ষণের জন্য ৫০০ কর্মী নিযুক্ত করেছে জেনারেল প্রেসিডেন্সি। মসজিদে হারামের প্রবেশকারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে প্রবেশদ্বারগুলোতে ৭০ টি ক্যামেরা নিযুক্ত করা হয়েছে।

আল জাবেরী জানিয়েছেন, তাপমাত্রা মাপার বিশেষ এই ক্যামেরাগুলো মানুষের শরীরে তাপের বিষয়টি পর্যবেক্ষণে রাখে এবং কারো শরিরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া গেলে বিশেষ সংকেতের মাধ্যমে তা জানিয়ে দেয়। তাপ মাপার ক্যামেরা গুলোর মাধ্যমে ৬ মিটার দূর পর্যন্ত একজন মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা যায়।

আরো পড়ুন: অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে হাজরে আসওয়াদের সবচেয়ে স্বচ্ছ ছবি প্রকাশ

প্রসঙ্গত, এ বছর রমজান উপলক্ষে মসজিদে হারামে প্রবেশের অন্যতম শর্ত হলো- করোনা নেগেটিভের সনদ থাকতে হবে এবং একই সঙ্গে প্রবেশের আগে করোনার ভ্যাকসিন নিতে হবে। এছাড়া ভেতরে ইফতার আয়োজনের অনুমতি দেওয়া হয়নি এবার। প্রত্যেকে তাদের নিজ উদ্যোগে ইফতার গ্রহণ করতে হবে।

حجر اسود کے ٹکرے سیاہ رنگ میں دیکھے جا سکتے ہیں

আরও কিছু বিধিনিষেধের মধ্যে রয়েছে- তারাবির নামাজ ১০ রাকাত পড়তে হবে। এছাড়া গত বছরের ন্যায় এবারও স্থগিত থাকবে ইতিকাফ। ওমরাহর ক্ষেত্রে বলা হয়েছে- মাতাফে ওমরাহ করা যাবে, স্পর্শ করা যাবে না কাবা ঘর। হাজরে আসওয়াদও চুম্বন করা যাবে না। ওমরাহ শেষে দুই রাকাত নামাজ আদায় করতে হবে প্রথম তলায়।

আরো পড়ুন: এ বছর রমজানে ওমরা পালন করেছেন ১০ লাখ মানুষ

مقام ابراہیم اور حجرِ اسود کی واضح ترین تصاویر پیش

এবছর করোনা মহামারীর কারণে যখন ওমরা পালনকারী ও তাওয়াফকারীরা হাজরে আসওয়াদ চুম্বন করা থেকে বঞ্চিত এমন সময়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারামাইন কর্তৃপক্ষ বিভিন্ন এঙ্গেলে হাজরে আসওয়াদের স্ফটিক স্বচ্ছ ছবি প্রকাশ করেছে জানিয়েছে আরব নিউজ।

আরব নিউজ অবলম্বনে নুরুদ্দীন তাসলিম।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ