আওয়ার ইসলাম ডেস্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ করতে শীর্ষ কয়েকজন আলেম ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সরকারি বাসভবনে গেছেন।
আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তারা। মাওলানা নুরুল ইসলাম জেহাদির নেতৃত্বে আলেমদের একটি দল রয়েছেন সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকেরা সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে কিছু জানাননি আলেমগণ।
সম্প্রতি বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের ওপর কঠোর অবস্থান নেয়। মাসখানেক ধরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে। এরপর একাধিকবার হেফাজত নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছিলেন। আজকের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৯ এপ্রিল হেফাজতের বেশকয়েকজন শীর্ষ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধানমন্ডির বাসায় বৈঠক করেছিলেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নিয়েছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজী, মাওলানা নূরুল ইসলাম জেহাদী, মাওলানা মাহফুজুল হক, অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনার পীর), মাওলানা হাবিবুল্লাহ সিরাজীসহ আরো কয়েকজন।
-এটি