সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জম্মু-কাশ্মীরে নির্মিত হবে স্বতন্ত্র করোনা হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে নির্মিত হবে স্বতন্ত্র করোনা হাসপাতাল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জম্মু ও কাশ্মীর সরকারকে অবিলম্বে ৫০০ শয্যার দুটি কোভিড হাসপাতাল নির্মাণের নির্দেশ দেন। এর জন্য উপযুক্ত স্থানগুলি চিহ্নিত করতে এবং ডিআরডিওকে বিশেষজ্ঞদের একটি দলের মাধ্যমে সংশ্লিষ্ট প্রস্তাবের অনুমান মূল্যায়ন এবং জমা দিতে বলেন।

জানা গেছে, ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর সরকার নির্মাণ কাজ শুরু করার জন্য জম্মু ও শ্রীনগরে দুটি জমি চিহ্নিত করেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জম্মু ও কাশ্মীরে দুটি ৫০০ শয্যার করোনা হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। স্বরাষ্ট্র সচিব একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় হাসপাতাল নির্মাণের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র।

জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বি ভি আর সুব্রহ্মণ্যম, ডিআরডিও, আইটিবিপি এবং এএফএমএস ইনস্টিটিউটের আধিকারিকরা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য আধিকারিকরা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ডিআরডিও প্রায় ১২ দিনের মধ্যে সারা দেশে ১০০০ শয্যাযুক্ত অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করেছে। জম্মু ও কাশ্মীরের দুটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কোভিড যত্নের জন্য চিকিৎসা পরিকাঠামোকে ব্যাপকভাবে শক্তিশালী করবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ