সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

করোনায় প্রায় এক কোটি বেকারের কর্মসংস্থান অনিশ্চিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা অতিমারির কারণে অধিকাংশ সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষা বন্ধ থাকায় মানসিক চাপের মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা।

গবেষকরা বলছেন, করোনায় বেকারত্ব বাড়লেও কত মানুষ কর্মহীন তার সঠিক হিসাব নেই। তবে কর্মসংস্থানের বাজারে নানা পরিবর্তন শুরু হওয়ায় আগামীতে উচ্চ শিক্ষিত প্রায় এক কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে বড় চ্যালেঞ্জ।

সরকারি হিসাবে, বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠী ৬ কোটি ৩৫ লাখের মধ্যে কাজে যুক্ত আছেন ৬ কোটি ৮ লাখ মানুষ। এসব কর্মীর প্রায় ৪ ভাগ সরকারি চাকরি করেন আর বাকী ৯৬ ভাগই বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করেন। শুধু পাবলিক সার্ভিস কমিশনের অধিনে পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনার কারণে এক বছরের বেশি সময় বিভিন্ন মন্ত্রনালয়ের অধিনে সরকারি এবং ব্যক্তি ও বেসরকারি খাতে নিয়োগ পরীক্ষাগুলো বন্ধ কিংবা স্থগিত রয়েছে। ফলে চাকরি প্রার্থীরা আছেন মানসিক চাপে।

পাবলিক সার্ভিস কমিশন বলছে, যেসব সরকারি চাকরির জন্য ইতিমধ্যে প্রার্থীরা আবেদন করেছেন তাদের বয়স ৩০ বছর পার হয়ে গেলেও সমস্যা নেই।

পরিসংখ্যান ব্যুরো’র ২০১৭ সালের শ্রম জরিপ অনুযায়ী দেশে বেকার মানুষের সংখ্যা ২৭ লাখ। করোনায় এই হার দশগুন বেড়েছিল গত বছরের জুলাইয়ে। অন্যদিকে বছরে গড়ে ২০ লাখ তরুন চাকরির বাজারে প্রবেশ করে। সেই হিসাবে গত প্রায় দু বছরে ৪০ লাখ তরুন বয়সের দিক থেকে চাকরির বাজারে প্রবেশ করেছে, তবে চাকরি পায়নি।

এই গবেষক বলছেন, করোনায় চাকরির বাজারে নানা পরিবর্তনের কারণে বর্তমানে উচ্চ শিক্ষিতদের এক চতুর্থাংশ তথা কমপক্ষে এক কোটি বেকার জনগোষ্ঠীর চাকরি পাওয়া কঠিন হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ