আওয়ার ইসলাম: চলমান লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়লো বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বৈঠক শেষে একথা জানান তিনি।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, ৬ মে থেকে শহরে গণপরিবহন চলবে। তবে, শুধু শহরের ভেতর গণপরিবহন চলবে। লকডাউনের এই সময়ে লঞ্চ ট্রেন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে আন্ত:জেলা বাস চলাচলও।
কোথাও নির্দেশনা ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাস্ক না পরলেও থাকছে কঠোর ব্যবস্থা। আজ থেকে পুলিশ ও স্থানীয় প্রশাসন মার্কেটে দায়িত্ব পালন করবে। মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি অমান্য করলে শপিং মল বন্ধ করে দেয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
-এটিপ