আওয়ার ইসলাম ডেস্ক: আপাতত বন্ধই থাকছে বাংলাদেশ-ভারত সীমান্ত। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার। আগামী ৯ মে সে ১৪ দিন শেষ হওয়ার কথা থাকলেও আপাতত পূর্বের নির্দেশনাই জারি থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় জাহিদ মালিক বলেন, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও বাড়ছে। তাই সীমান্ত বন্ধ রাখার যে সিদ্ধান্ত রয়েছে তা আপাতত পরিবর্তন হচ্ছে না। যেভাবে বন্ধ রয়েছে সীমান্ত, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেভাবেই থাকবে।
এরআগে ভারতে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ। সীমান্ত বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে কার্গো চলাচল। পণ্য আমদানি-রফতানিও চালু রয়েছে।
এছাড়া ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা হচ্ছে তারা সেখানে থাকা বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে সেক্ষেত্রেও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা রয়েছে।
-এএ