বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মুজিববর্ষে ইফার পক্ষ থেকে অসহায়দের মাঝে ২০ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপনের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ অসহায় জনগণের মাঝে ২০ লক্ষ চল্লিশ হাজার টাকার যাকাতের চেক বিতরণ করা হয়েছে।

আজ (রোববার ২১ মার্চ) ‘যাকাতের চেক বিতরণ এবং যাকাত আদায়ের পরিমাণ বৃদ্ধির কৌশল নির্ধারণ’ বিষয়ক মতবিনিময় সভায় কেন্দ্রীয় যাকাত ফান্ড থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতায় প্রায় ২৪৮ জন দুঃস্থ, অসহায়, গরীব ব্যক্তির মধ্যে যাকাতের অর্থ বিতরণ করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচ.ডি দুঃস্থ অসহায় ব্যক্তিদের হাতে যাকাতের এই অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম পিএইচ.ডি বলেন, মুজিববর্ষে যাকাত প্রদানের এই বিষয়টি একটি মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যতে আরো বেশি পরিমাণে যাকাত আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের উপর গুরুত্বারোপ করে ধর্মসচিব বলেন, একটি স্বচ্ছ, সুন্দর, আধুনিক, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যাকাত আদায় করার জন্য একটি যাকাত আ্যাপ চালু করতে হবে। এই আ্যাপের মাধ্যমে দেশ-বিদেশ থেকে যে কোন ব্যক্তি সুবিধামত সময়ে যাকাত প্রদান করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব) বলেন, মাঠ পর্যায়ে যাকাত আদায়ের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারিদের নজরদারি ও গুরুত্ব বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যাকাত বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসের চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়/জেলা/উপজেলা কার্যালয়ের পরিচালক ও উপ-পরিচালকগণ মতবিনিময় সভায় অংশ নেন।

আলোচনায় বক্তারা যাকাত আদায়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে কৌশলগত পরিবর্তন আনার বিষয়ে মতামত দেন। এছাড়া বক্তারা যাকাত আদায়ের প্রতিবন্ধকতাগুলো নির্ধারণ করে এ বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির করতে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ