আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আল-ফতেহ মসজিদে শায়খ মুহাম্মদ আলী আল-সাবুনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখ্যাত এই আলেমের জানাজায় দেশটির প্রখ্যাত ইসলামী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থি হয়েছিলেন সবলে জানিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
জানাজা শেষে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করা শায়খ মুহাম্মদ আলী আল-সাবুনিকে ইস্তাম্বুলের “আফেহেদী” কবরস্থানে দাফন করা হয়েছে।
ইসলামের এই মহান মনীষী গত শুক্রবার বার ১৯শে মার্চ মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন।
শায়খ মুহাম্মাদ আলি আসসাবুনি ১৯৩০ সালে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শায়খ জামিল ছিলেন আলেপ্পো শহরের অন্যতম জ্যেষ্ঠ ইসলামিক স্কলার। তিনি আরবিতে হাতেখড়ি ও আনুষ্ঠানিক শিক্ষা তাঁর পিতার কাছ থেকেই লাভ করেন। এছাড়া উত্তরাধিকার ও ধর্মতত্ত্ব বিষয়ক জ্ঞানও তিনি তাঁর পিতার কাছ থেকে অর্জন করেন।
সূত্র: তুর্কি প্রেস
এনটি