আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের এক কলেজ শিক্ষার্থী।
এই ঘটনায় আজ শনিবার (২০ মার্চ) বিকেলে হুমায়ুন কবির হিমু নামের ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আটক হুমায়ুন কবির হিমু ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনীবস্তী গ্রামের খলিলুর রহমানের ছেলে। স্থানীয় ইকো-পাঠশালা ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সে।
সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে স্ট্যাটাস দিয়েছে এবং ধর্মীয় উস্কানি ছড়িয়েছে। ঘটনার পর সে পালিয়ে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সালন্দা এলাকা থেকে মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদি। তবে কিছুদিন ধরেই ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের বিরোধিতা করে আসছে প্রগতীশীল ছাত্রজোট ও সমমনা ইসলামি দলগুলো।
-এটি