আওয়ার ইসলাম: ভারতের পাঞ্জাবে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় রাজ্যটির ১১ জেলায় কঠোর নিষেধাজ্ঞা আরোপের আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
গত বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এ আদেশ দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এমআইএনটি।
খবরে বলা হয়, মেডিকেল ও নার্সিং কলেজ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সিনেমা হলে ৫০ শতাংশ ধারণ ক্ষমতা নিষিদ্ধ করা হয়েছে এবং কোনও শপিং মলে একই সময়ে ১০০ জনের বেশি মানুষ প্রবেশ করতে পারবে না। ট্রান্সমিশন চেইন ভাঙতে আগামী দুই সপ্তাহ বাড়িতে সামাজিক কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১১ট জেলায় সব সামাজিক সমাবেশ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামীকাল রোববার থেকে এই ব্যবস্থা চালু করা হবে। এসব জেলায় রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে।
সিনেমা হল, মাল্টিপ্লেক্স, রেস্টুরেন্ট, শপিং মল ইত্যাদি রোববার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।
-এটি