মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশের শীর্ষ দুজন আলেম অসুস্থ। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন। তাদের একজন হলেন, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান এবং বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস।
অন্যজন হলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও হজরত হাফেজ্জী হুজুর রহ. এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।
জানা গেছে, জমিয়ত সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও ফরিদপুরের বিভিন্ন মাদরাসার খতমে বুখারী ও আলোচনায় অংশ নেয়ার পর নিজ বাড়ী যশোরে ফিরেন গত ১৮ মার্চ বৃহস্পতিবার। দীর্ঘ দিনের সফরের ক্লান্তির কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষা করার পর মেনিস্টোক রোগ ধরা পড়েছে তার। বর্তমানে অসুস্থ শরীরে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। তার শরীরের জ্বর কমছে না। সারাক্ষণ অচেতনের মতো শুয়ে থাকছেন। একটু স্বাভাবিক হলেই মাদরাসায় নিয়ে যেতে বলছেন খেদমতে নিয়োজিতদের।
এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও হজরত হাফেজ্জী হুজুর রহ. এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী গুরুতর অসুস্থাবস্থায় রাজধানীর আসগড় আলী হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) কিডনি জনিত সমস্যার কারণে প্রচন্ড ব্যাথা অনুভব করলে রাজধানীর আসগড় আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও মুফতি মুহাম্মদ ওয়াককাসের দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।
এমডব্লিউ/