সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাজারে এলো মাওলানা আফেন্দির খুতবা সংকলন ‘খুতুবাত ও মাওয়ায়েজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। একজন চিন্তক আলেম। দার্শনিক ওয়ায়েজ। মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। সচেতন রাজনীতিবিদ ও জনপ্রিয় খতিব। ১৯৯৯ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত রাজধানীর পুরাণ ঢাকার চকবাজারে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইসলামবাগ বড় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রাঞ্জল ভাষা ও সরল উপস্থপণায় মানুষের হৃদয় কাঁড়েন তিনি। শুদ্ধ উচ্চারণ ও বুদ্ধিবৃত্তিক কথার সুনাম রয়েছে মাওলানা আফেন্দির। এ জুমার বয়ানে প্রদত্ত কুরআন হাদিস থেকে উদ্ধৃত চমকপ্রদ বয়ানগুলোই সংকলন করা হয়েছে ‘খুতুবাত ও মাওয়ায়েজ’ নামক মাওয়ায়েজে আফেন্দী-২ এর খুতবা সংকলনে।

গ্রন্থটি সংকলন করেছেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের সাবেক সহযোগী সম্পাদক মুফতি দিদার শফিক। ৩৫৬ পৃষ্ঠার এ খুতবা সংকলনটি প্রকাশ করেছে জামিয়া ইসলামিয়া ইসলামবাগের প্রকাশনা বিভাগ। আর পরিবেশনায় আছে বাংলাবাজার ইসলামী টাওয়ারের স্বনামধন্য প্রকাশনী ‘দারুল আরকাম’। অনলাইন পরিবেশক হিসেবে রয়েছে পরিপাটি বিডি।

‘খুতুবাত ও মাওয়ায়েজ’ গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে ২০২০ সালের বিদায়ী আলেমদের করকমলে। যারা মাওলার ডাকে সারা দিয়ে চলে গেছেন পরপাড়ে। তাদের রুহের মাগফেরাত ও দারাজাত বুলুন্দির কামনায়।

বইটির সূচিপত্র সাজানো হয়েছে খুব সুন্দর করে। বিশেষত রোজার গুরুত্ব ও ফজিলত, হজের গুরুত্ব ও ফজিলত, শ্রমিকের অধিকার, এক দেশে চাঁদ দেখার উপর অন্য দেশের রোজা-ঈদ নির্ভরশীল নয়, পর্দার বিধান আঁকড়ে ধরা, জুমার দ্বিতীয় খুতবা, আংশিক ইসলাম মানাই অবক্ষয়ের কারণ, ইসলাম মানতে হবে ইত্যাদি গ্রন্থটির সূচনা সূচিপত্রে স্থান পেয়েছে।

গ্রন্থটি প্রকাশিত হয়েছে চলতি বছরের মার্চ মাসে। এটির প্রচ্ছদ ও শব্দবিন্যাস করেছেন সুলাইমান সাদী। বর্ণবিন্যাস করেছেন মঞ্জুরুল ইসলাম স্বাধীন। গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। পাওয়া যাবে দেশের সকল লাইব্রেরীতে। বিশেষভাবে সংগ্রহের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। মুফতি দিদার শফিক, মোবাইল: 018-353-32664

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ