বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

এখনই লকডাউনের চিন্তা নেই সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে গতকাল বৃহস্পতিবার । একদিনে ২ হাজার ১৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় এ হার ১০ দশমিক ৪৫।

এর আগে, গত ৯ ডিসেম্বর শনাক্ত হয়েছিল ২ হাজার ১৫৯ করোনা রোগী।এজন্য সাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে, সংক্রমণ বাড়লেও অর্থনীতির গতি সচল রাখতে এখনই লকডাউনের চিন্তা নেই সরকারের।

করোনা শনাক্ত বাড়লেও অর্থনীতির গতি সচল রাখতে এখনও লকডাউনের মতো সিদ্ধান্ত নেই সরকারের। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপী স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এরই মধ্যে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। মাস্কপড়াসহ সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতও তৎপরতা চালাচ্ছে।

করোনার স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ মারাত্বক রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ