বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সম্পর্ক স্বাভাবিকের পর এবার জেরুসালেমে দূতাবাস খুলছে কসোভো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের পর এবার পবিত্র জেরুসালেম শহরে নিজেদের দূতাবাস খুলছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভো।

দেশটি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে তারা জেরুসালেমে দূতাবাস চালু করেছে। এবারই প্রথম ওই শহরে ইউরোপের কোনো দেশ তাদের দূতাবাস চালু করল।

কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরই দূতাবাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল এবং কসোভোর পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে হোয়াইট হাউসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের জেরুজালেম শহরে কসোভোর দূতাবাস চালু করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এবং গুয়াতেমালা জেরুসালেমে তাদের দূতাবাস চালু করেছে। তাদের দেখানো পথ অনুসরণ করল কসোভো।

কসোভোর বিদায়ী প্রধানমন্ত্রী আবদুল্লাজ হোতি গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে সার্বিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভুসিস এবং এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করার পরই ইউরোপের এই দেশটি এমন সিদ্ধান্ত নিল।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ