আওয়ার ইসলাম: ইরাকের প্রাচীন শহর কুফা থেকে মক্কা পর্যন্ত ১৬’শ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা আবিষ্কার করেছেন সৌদি আরবের প্রত্নত্তবিদরা। খবর ডেইলি জং অনলাইনের।
ডেইলি জং অনলাইনের খবরে বলা হয়েছে, ইসলামপূর্ব যুগে রাস্তাটি ব্যবসা-বাণিজ্যের কাজে ব্যবহার করা হতো,পরবর্তীতে ইসলাম প্রচারের কাজেও ব্যবহৃত হয়েছিল এই রাস্তা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম আবলাগের বরাতে জং জানিয়েছে, সৌদি আরবের হায়েল ইউনিভার্সিটির রেক্টর ড.খলিল ইবরাহীম মিডিয়ার সাথে কথা বলার সময় বলেছেন, সৌদি পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি হায়েল বিশ্ববিদ্যালয় ও বিদেশী বেশ কয়েকজন বিশেষজ্ঞ প্রত্নতাত্ত্বিকদের হায়েলের ফায়েদ এবং আল-বাইস অঞ্চলে অনুসন্ধান ও খনন শুরু করার অনুমতি দিয়েছেন।
এনটি