বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

যুক্তরাষ্ট্রের তিনটি স্পাতে বন্দুক হামলায় নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আটলান্টার চেরোকি কাউন্টি স্পাসহ একই সড়কে অবস্থিত আরও দুটি স্পাতে অতর্কিত বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।

সিএনএন বলছে, ওই হামলায় আটজন নিহত হয়েছেন। অভিযান চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই তিন হামলার ঘটনায় কোনোরকম সংযোগ আছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

জর্জিয়ার রাজধানী আটলান্টা শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তরে চেরোকি কাউন্টিতে প্রথম ঘটনাটি ঘটে। চেরোকি কাউন্টি শেরিফ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে অ্যাকওয়ার্থ এলাকায় ইয়ং’স এশিয়ান ম্যাসাজ পার্লারে গুলিতে চারজন নিহত ও আরেকজন আহত হন। এখানে নিহতদের মধ্যে দুইজন এশীয় বংশোদ্ভূত নারী, একজন শ্বেতকায় নারী ও একজন শ্বেতকায় পুরুষ এবং আহত ব্যক্তি হিস্পানিক পুরুষ।

এ ঘটনার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আটলান্টায় পরের দুটি ঘটনা ঘটে। শহরটির পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট জানান, সন্ধ্যায় ‘ডাকাতি হচ্ছে’ খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা একটি বিউটি স্পাতে গিয়ে গুলিবিদ্ধ তিন নারীকে মৃত অবস্থায় পান। এই ঘটনা নিয়ে তদন্ত চলাকালেই একই সড়কের আরেকটি স্পা থেকে পুলিশ কর্মকর্তাদের ফোন করা হয়। সেখানে গিয়ে গুলিবিদ্ধ আরেক নারীর মরদেহ পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ