আওয়ার ইসলাম: চাল- ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার।
গতকাল (১৬ মার্চ) মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনা মহামারীতে যখন স্বাভাবিক জীবনযাত্রার ব্যয় মেটাতে মানুষ দিশেহারা, তখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি দেশবাসীর জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’। মাহে রমজানকে সামনে রেখে বরাবরের মতই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের রক্ত চুষে নিচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে না পারলে সরকারকে এর মূল্য দিতে হবে।
-এটি