বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কারাগারে ৭১৪ কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানালেন বন্দিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন ছিল কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে ১০০ জন কারাবন্দি ৭১৪টি কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করেন।

প্রায় ৪৮ ঘণ্টার পরিশ্রমে কারা অভ্যন্তরে ২০০ ফিট দৈর্ঘ্য ও ১৬০ ফিট প্রস্তের বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করেন তারা। বন্দিদের উদ্যোগে কারাগারের ভেতরে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার এমন অভিনব নির্দশন কারা ইতিহাসে এই প্রথম।

এ ব্যাপারে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম সমকালকে জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করতে বন্দিদের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। এরপর আমরা তাদের কম্বল সরবরাহ করি। বন্দিদের জন্য নির্ধারিত খেলার মাঠে কম্বল দিয়ে তারা জাতির পিতার প্রতিকৃতি তৈরি করেন।

এ সময় বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কারা কর্তৃপক্ষ অন্যান্য কর্মসূচীও পালন করে।

জেলার মাহবুব আলম জানান, দিবসটি ঘিরে বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভা, কারাগারের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। তিনবেলা বন্দিদের মধ্যে সরবরাহ করা হয়েছে উন্নতমানের খাবার। সঙ্গে কারা কর্মকর্তা ও কর্মচারিদের সন্তানদের নিয়ে কারাগারের বাইরে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ