বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

দুদকের সাবেক চেয়ারম্যানের দেয়া দায়মুক্তির তালিকা চায় হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের সদ্যবিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ তার মেয়াদের শেষ পাঁচ মাসে কতজনকে দুর্নীতির অভিযোগের তদন্ত থেকে অব্যাহতি দিয়েছেন তা জানতে চেয়েছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১১ই এপ্রিলের মধ্যে দুদককে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুদকের আইনজীবী জানিয়েছেন, আদালতের নির্দেশ পালন করা হবে।

রোববার একটি জাতীয় দৈনিকের 'দুর্নীতি অনুসন্ধান বাণিজ্য' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ শেষ পাঁচ মাসে অনেক রাঘব বোয়ালদের দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছেন। এই তালিকায় স্বর্ণ চোরাকারবারির সাথে জড়িত দিলীপ কুমার আগরওয়ালসহ বহুল আলোচিত কাস্টমস কমিশনার নুরুল ইসলামের নামও রয়েছেন। নাম রয়েছে ব্যাংক লুটপাটকারিদেরও।

এই প্রতিবেদনটি মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টের নজরে আনলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ শুনানি করে আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, দুদকের সাবেক চেয়ারম্যান অবসর নেয়ার আগে বিগত পাঁচ মাসে প্রায় দুই শতাধিক ব্যক্তিকে দায়মুক্তি দিয়েছেন। এদের নাম এবপ্নগ নথি নাম্বারসহ রিপোর্টে এসেছে। হাইকোর্ট এ বিষয়টি পুরোটা শুনেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন যাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে তাদের তালিকা হাইকোর্টে দেয়ার জন্য।

সংবাদের তথ্য উৎস নিয়ে প্রশ্ন তুলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান,আদালত যেভাবে নির্দেশনা দিবে দুদক সেভাবেই কাজ করবে। পাঁচমাসে কাউকে অব্যাহতি দেয়া হয়েছে কি না তা অনুসন্ধান করা হবে। আর যদি দেয়া হয় তাদের তালিকা আমরা হাইকোর্টে নির্ধারিত তারিখে দাখিল করবো। ২০১৬ সালের ১০ই মার্চ থেকে টানা পাঁচ বছরের দায়িত্ব পালন শেষ করে ইকবাল মাহমুদ ১০ই মার্চ বিদায় নেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ