বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

করোনার টিকা নিলেন দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুুল্লাহ তামিম: ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার টিকা নিয়েছেন।

গতকাল সোমবার দারুল উলূম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। করোনার এ টিকা নেয়ার পর তিনি সবাইকে রোগ প্রতিরোধের নির্দেশনা অনুসরণ করে করোনার ভ্যাকসিন নিতে উৎসাহিত করেন।

দেওবন্দ ইসলামিক মিডিয়ার বরাতে আরো জানা যায়, মুফতি আবুল কাসেম নোমানী ও দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আবদুল খালিক মাদরাজি হাসপাতালে পৌঁছে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।

তিনি এ ভাইরাস প্রতিরোধ করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ভ্যাকসিন নিয়ে রটে যাওয়া গুজবগুলির দিকে মনোযোগ না দিয়ে নিজেরা টিকা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি।

আল্লামা আবুল কাসেম নোমানী করোনার বিরুদ্ধে সুরক্ষার জন্য সব ধরণের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণে জনগণের প্রতি আহ্বান জানান। বিশেষ করে সবাইকে বাইরে যেতে মাস্ক পরিধান করতে ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

করোনার টিকা নেয়ার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন দেওবন্দের এসডিএম রাকেশ কুমার সিংসহ সরকারী কর্মকর্তাগণ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ