আওয়ার ইসলাম: জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হচ্ছে টিসিবি'র প্রাক রমজান পণ্য বিক্রি কার্যক্রম।
আগামীকাল বুধবার (১৭ মার্চ) থেকেই ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে এক যোগে শুরু হবে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ১৭ মার্চ থেকে ৫০ টাকা কেজি দরে চিনি, ৫৫ টাকা কেজি মশুর ডাল, ৯০ টাকা লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হবে। ভোক্তারা একবারে সর্বোচ্চ ২ থেকে ৪ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ থেকে ৫ লিটার তেল কিনতে পারবেন।
রাজধানীতে ৮০টি পয়েন্টে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। এছাড়া চট্টগ্রাম সিটির ২০টি পয়েন্ট সহ দেশব্যাপী ৪শ'টি পয়েন্টে পাওয়া যাবে টিসিবি'র পণ্য।
প্রাথমিকভাবে প্রাক রমজান বিক্রয় কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। পরে আগামী পহেলা এপ্রিল থেকে সারাদেশে ৫শ' টি পয়েন্টে আলাদাভাবে রমজানের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছে টিসিবি।
-এটি