বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আগামীকাল জাতীয় মসজিদে ১০০ কুরআন খতম করবেন ১০০ জন কুরআনে হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান জানাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল (১৭ মার্চ) বুধবার বেলা ১১ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ জন কুরআনে হাফেজের মাধ্যমে ১০০ কুরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহিদ সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য সারা দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

১০০ কুরআনে খতম করবে ১০০ হাফেজ, এ বিষয়ে ইসলামি ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শার্মিনকে জিজ্ঞেস করলে তিনি আওয়ার ইসলামকে বলেন, আসলে ১০০ জন হাফেজ তো একেবারে ১০০ খতম করা একটু কষ্টকর। তারা আগ থেকেই পড়ে রাখবে। আগামীকাল ১০০ খতম করবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ