আওয়ার ইসলাম: শ্রীলংকায় বোরকা নিষিদ্ধ ও মাদরাসা বন্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। সেউ সাথে আড়ং কর্তৃপক্ষ আল্লাহর রাসূল সা. এর সুন্নত দাঁড়ি কে অবমূল্যায়ন করায় আড়ং এর সব রকমের পণ্য বয়কট করারও আহবান জানিয়েছেন তারা।
আজ সোমবার (১৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এই আহ্বান জানান।
নেতৃদ্বয় শ্রীলংকার ইসলামবিদ্বেষী প্রেসিডেন্টকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী অনূষ্ঠানের দাওয়াত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
আড়ং কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। মুসলমানদের এই দেশে মুসলমানদের শেয়ার ও নিদর্শন দাঁড়িকে অবমূল্যায়ন করার দুঃসাহস তারা কোথায় পেল? আড়ং কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
এমডব্লিউ/