ইয়াহইয়া বিন আবু বকর।।
সুইডেনের আস সালামসকোলান নামক একটা ইসলামি স্কুলক (মাদরাসা) পুড়িয়ে দিয়েছে মুখোশ পরিহিত কিছু দুস্কৃত৷ স্কুলে লাগানো সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে৷
গত ১৪ মার্চ রোববার সকালবেলা এ ঘটনা ঘটেছে বলে স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছে৷
দেশটির এসটিভি সরকারী টেলিভিশন বিদ্যালয়ের পরিচালক হুসেন আল-দাউদীর বরাত দিয়ে জানায়, স্কুল প্রশাসন সিসি ক্যামেরার সাহায্যে স্কুলে আগুন ধরিয়ে দেওয়া অজ্ঞাত ব্যক্তিদের সনাক্ত করতে সক্ষম হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি রেকর্ডিং পুলিশকে সরবরাহ করেছে এবং পুলিশ ইতিমধ্যে অপরাধীদের সনাক্ত করতে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে তিনি জানিয়েছেন৷ তিনি আরও বলেন, আমরা রেকর্ডিংগুলিতে দেখেছি যে, দুজন মুখোশধারী ব্যক্তি স্কুলের জানালা ভেঙে স্কুলের ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করছে৷
খুব সকালে দুর্ঘটনাটি ঘটেছে৷ তখনো বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসেনি৷ ফলে আগুনে কেউ হতাহত হয়নি৷ সূত্র: মিসর টুডে ও এ্যারাবিক আরটি ডট কম৷
-এটি