বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

শ্রীলংকায় হিযাব নিষিদ্ধকরণ ও মাদ্রাসা বন্ধের পদক্ষেপ বন্ধ করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে মুসলিম মহিলাদের বোরকা পরিধান নিষিদ্ধ এবং এক হাজারেরও বেশি ইসলামিক স্কুল বা মাদরাসা বন্ধের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ রোববার প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, শ্রীলংকার মন্ত্রীসভায় মুসলিম মহিলাদের বোরকা নিষিদ্ধকরণের প্রস্তাব অনুমোদনের পদক্ষেপ নি:সন্দেহে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ। মুসলিম নারীদের স্বাধীনভাবে ধর্মচর্চায় বাধা দেয়ার অধিকার শ্রীলংকান সরকারের নেই বরং তা মানবাধিকারের লঙ্ঘনের শামিল।

শ্রীলংকান বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতাসীন হওয়ার পর একের পর এক ইসলাম ও মানবতাবাদ বিরোধী পদক্ষেপ গ্রহণ করছে। করোনাকালে মুসলামানদের লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত গর্হিত কাজ।

সম্প্রতি তার সরকারের উদ্যোগে মুসলমানদের এক হাজারেরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র করছে। শ্রীলংকায় হিযাব নিষিদ্ধকরণ ও মাদ্রাসা বন্ধের পদক্ষেপ বন্ধ করতে হবে। বিবৃতিেেত নেতৃদ্বয় অবিলম্বে অবিলম্বে শ্রীলংকান সরকারকে মুসলমানদের নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ