বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

তুরস্কে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে সম্মত আফগান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাইডেন প্রশাসনের প্রস্তাবে রাজি হয়ে আগামী মাসে তুরস্কে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেবে আফগান সরকার।

জানা যায়, সেখানে তালেবানদের সঙ্গে আলোচনার মাধ্যমে ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধের সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান সরকারের স্থলে নতুন অন্তর্বর্তীকালীন একটি প্রশাসন দায়িত্ব নেবে। নতুন একটি সংবিধান প্রণয়ন এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই প্রশাসন ক্ষমতায় থাকবে।

তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি অন্তর্বর্তীকালীন কোনো প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তর করতে আগেই অস্বীকার করেছেন। দেশটির জাতীয় সুরক্ষা উপদেষ্টা হামদুল্লাহ মহিব শনিবার সাংবাদিকদের বলেন, সরকার ইস্তাম্বুলের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরের সপ্তাহে মস্কোতে আরো একটি শান্তি সম্মেলনে যোগ দেবে।

তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বলেন, আমরা মস্কো থেকে একটি আমন্ত্রণ পেয়েছি। সেখানে যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ