মোস্তফা ওয়াদুদ: রাজধানীর জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষা সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১৩ মার্চ) বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের আখেরি দরসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ শিক্ষা সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠান।
এ বছর যাত্রাবাড়ী মাদরাসার দাওরায়ে হাদিস থেকে ২ হাজার ৩৫ জন শিক্ষার্থী কওমি মাদরাসার সর্বোচ্চ শ্রেনি তাকমিল জামাত সমাপন করে সম্মাননা পাগড়ী গ্রহণ করবেন। বাদ মাগরিব শেষ সবক পড়ানোর পর তাদের মাথায় পাগড়ী তুলে দেবেন মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
এছাড়া মাদরাসার ইফতা বিভাগ থেকে ৪৫ জন, তাফসির বিভাগ থেকে ২৮ জন, কেরাতে সাবআ থেকে ১৮ জন, কেরাতে হাফস থেকে ৫০ জন, হিফজুল করুআন বিভাগ থেকে ৯৬ জন, উলুমুল হাদিস থেকে ১১ জন, দাওয়া বিভাগ থেকে ১৪ জন ও আদব বিভাগ থেকে ৬৩ জন ছাত্র সম্মাননা পাগড়ী গ্রহণ করবেন।
এমডব্লিউ/