আওয়ার ইসলাম: যেসব মেয়ের বয়স ১২ বছরের বেশি তারা কোনো অনুষ্ঠানে গান গাইতে পারবে না বলে নিয়ম জারি করছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দেশটির সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অভিভাবকদের পরামর্শেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আফগান গণমাধ্যমে বলা হয়েছে, ১২ বছরের বেশি বয়সী মেয়ে বা স্কুল বালিকারা শুধু সেইসব অনুষ্ঠানে গান গাইতে পারবে যেখানে সবাই নারী থাকবে।
আরিয়ানা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আফগান প্রশাসনের সঙ্গে দেশটির তালেবান বিদ্রোহীদের শান্তি আলোচনা চলছে। এরই অংশ হিসেবে আফগান সরকার এই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, এর আগে তালেবানরা যখন দেশটির ক্ষমতায় ছিল তখন মেয়েদের স্কুলে আসা-যাওয়া, গান গাওয়া ও শিল্পচর্চাসহ অন্যান্য ক্ষেত্রে নানা ধরনের নিষেধাজ্ঞা ছিল। তালেবান সরকার ক্ষমতাচ্যুত হলে আস্তে আস্তে সে অবস্থার পরিবর্তন হতে থাকে।
অবশ্য আফগান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিভাবকদের অনুরোধেই এমন নিয়ম জারি করা হয়েছে। দেশের অভিভাবকদের একটা বড় অংশ অনেক দিন ধরেই বলছিলেন, মেয়েদের গান গাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
-এটি