আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আনা ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা বিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ।
বুধবার এই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এটিই প্রেসিডেন্ট বাইডেনের প্রথম কোনো প্রস্তাবে বড় জয়।
এই অঙ্কের মধ্যে ৪০০ বিলিয়ন ডলার সরাসরি চেকের মাধ্যমে সাধারণ মার্কিনীদের দেয়া হবে। এছাড়া ৩৫০ বিলিয়ন ডলার রাজ্য ও স্থানীয় সরকারকে দেয়া হবে, যা চাইল্ড ট্যাক্স ক্রেডিট বৃদ্ধি এবং টিকা বিতরণে তহবিল বৃদ্ধির কাজে ব্যয় করা হবে। এই বিলের মাধ্যমে মার্কিন অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠবে বলে আশা বিশ্লেষকদের।
এ বিল কার্যকর করতে এখন শুধু বাকি জো বাইডেনের সই। শুক্রবার তিনি বিলটিতে সই করবেন বলে এক খবরে জানিয়েছে রয়টার্স।
বুধবার করোনার বিল নিয়ে প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে পড়ে ২২০ ভোট এবং বিপক্ষে পড়ে ২১১ ভোট। এই প্রস্তাবের পক্ষে ভোট দেননি কোনো রিপাবলিকান। তারা শুরু থেকেই বিশাল অঙ্কের এই সহায়তার বিরুদ্ধে ছিলেন।
করোনা সহায়তা বিল পাসের পর ডেমোক্র্যাটিক প্রতিনিধি জান স্কাওকস্কি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। এটি করোনা মহামারির হতাশার দিনগুলোর সমাপ্তির শুরু।
ক্ষমতা গ্রহণের সপ্তাহখানেক আগে এই প্যাকেজ ঘোষণা করেন জো বাইডেন। সেসময় তিনি বলেন, করোনা মহামারিতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা গত বেশ কয়েকটি প্রজন্ম কোনো দিন দেখেনি, কোনো দিন এমন সময়ের কথা ভাবতেও পারেনি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, কিছু নাগরিক চলতি সপ্তাহেই চেক পেয়ে যেতে পারেন। ১৬০ মিলিয়ন পরিবার এই সহায়তা চেক পাবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি মুখপাত্র বলেছেন, করোনা ত্রাণ ত্বরান্বিত করা বাইডেন প্রশাসনের অগ্রাধিকারভিত্তিক কাজ। বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে ট্রেজারি বিভাগ সরাসরি পেমেন্ট চেক প্রদান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য প্রস্তুত।
-এএ