বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

টিভি উপস্থাপিকার অনৈতিক তোপের মুখে মাওলানা গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান।।

সম্প্রতি চট্টগ্রামের একটি হেফজ বিভাগের শিশুকে প্রহারের ঘটনা ঘটেছে। প্রহারের এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এবিষয়ে ৭১ টেলিভিশন আয়োজিত এক সাক্ষাৎকারে উপস্থিত হোন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান। এসময় মাদরাসায় শিশুদের প্রহার বিষয়ে টিভি উপস্থাপিকা রুবাইয়াত অদিতির প্রশ্নবানের মুখে পড়েন তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চট্টগ্রামের হেফজখানার ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নির্মম। কিন্তু একটি, দুটি ঘটনাকে উল্লেখ করে মিডিয়াগুলো ঢালাওভাবে মাদরাসা শিক্ষাকে টার্গেট করা ও এক, দু’টো ঘটনাকে কেন্দ্র করে সামগ্রীক বিষয়ে সিদ্ধান্তে আসা উচিত হবে না।

বৃহস্পতিবার ৭১ টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মাদরাসার সাফল্য, কৃতিত্ব, কল্যাণকর দিকগুলো মিডিয়ায় তুলে আনা হয় না। মাদরাসা দু’ একটা বিচ্যুতি ও বিচ্ছিন্ন ঘটনা প্রচার করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেশের আইনে যাই থাকনা কেন। শিশুদের এভাবে নির্যাতন করা ইসলাম মোটেও সমর্থন করে না। সেটা মাদরাসায় হোক বা মাদরাসার বাইরে। ইসলাম এটাকে সমর্থন করে না। আমরাও এটা সমর্থন করি না। কিন্তু এটার মাত্রা কেমন সেটা বুঝতে হবে। সারাদেশে সব শিক্ষাব্যবস্থায় ত্রুটি-বিচ্যুতি আছে। শিক্ষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ সব জায়গায় কিছু না কিছু ত্রুটি আছে। কিন্তু মিডিয়া যেভাবে মাদরাসাকে টেনে আনছে সে জন্য আমি বললাম, বিষয়টা এভাবে না দেখে, এ সমস্যার মূলে যেতে হবে।

তিনি আরও বলেন, মাদরাসায় শুধু এতিম, গরিবরাই পড়ে না। সকল মুসলিম পরিবারের সন্তানরা মাদরাসায় পড়ে। ক্যাডার সার্ভিসে চাকরি করে তাদের সন্তানরা মাদরাসায় পড়ে, এলিট শ্রেণীর পরিবারের সন্তানরাও মাদাসায় পড়ে। কুরআন শিক্ষা করা শুধু দরিদ্রদের ওপর ফরজ নয়। কুরআন শিক্ষা করা সকল মুসলমানের ওপর ফরজ। মাদরাসায় যাওয়া ছাড়া কুরআন শিক্ষা করা অসম্ভব।

মাদরাসায় পেটানো কী শিক্ষার অংশ?, পেটানো জায়গা জান্নাতে চলে যায়? মাদরাসায় পেটানো কি হালকা কোনো ঘটনা? এ ঘটনাগুলোর কোনো সুরাহা করা হয় না কেনো? এ ধরণের নানা প্রশ্নে নানানভাবে নাজেহাল করার চেষ্টা করেন উপস্থাপিকা।

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ