রেদওয়ান বিন মোর্তজা: দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের খতমে বুখারী ও দস্তারবন্দী মাহফিল ১২ মার্চ ।
মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমী রহ. প্রতিষ্ঠিত এ জামিয়া প্রতিষ্ঠার শুরুলগ্ন থেকেই এদেশে ইসলামী শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখে আসছে।
প্রায় দেড় হাজার শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটি বরাবরের মত এবারও বার্ষিক দস্তারবন্দী মাহফিল ও খতমে বুখারির আয়োজন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তবে করোনাকালীন সংকটের কারণে পরপর দু’বছরের দস্তারবন্দী আয়োজন একসাথে হওয়ায় এবার বিরাজ করছে কিছুটা ভিন্ন আমেজ।
জামিয়ার তাকমিল জামাতের শিক্ষার্থী নাইমুর রহমান আওয়ার ইসলামকে বলেন, ‘দুই বছরের ফুযালারা একসাথে পাগড়ী গ্রহণ করায় এবারের আয়োজন হবে ভিন্নতর। সবার মাঝে এক ভিন্ন চাঞ্চল্য ও উদ্দীপনা কাজ করছে।’
এবারের মহতি এ জলসায় প্রধান অতিথির আসন অলংকৃত করবেন উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, সাইয়েদ আরশাদ মাদানী। তিনি বুখারি শরিফের সর্বশেষ হাদীস পাঠদান শেষে দোয়া পরিচালনা করবেন ও ‘দস্তারে ফযীলত’ প্রদান করবেন।
জামিয়ার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শাইখুল হাদিস আল্লামা মুফতি তাজুল ইসলাম ও জামিয়া ইসলামবাগের প্রিন্সিপাল মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এমডব্লিউ/