কাউসার লাবীব।।
কে বা কারা জনপ্রিয় ওয়ায়েজ, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা হাবিবুর রহমান মিসবাহকে জড়িয়ে ইসলামী আন্দোলনের অফিসিয়াল পেডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম স্বাক্ষরিত একটি ভূয়া বিজ্ঞপ্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তবে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচারণা বিভাগ।
ছড়িয়ে পড়া এ ভূয়া বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করলে তিনি আওয়ার ইসলামকে জানান, এ বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভূয়া এবং বানোয়াট। এর সঙ্গে আমার কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কোনো সম্পর্ক নেই।
তিনি আরো জানান, বিজ্ঞপ্তিতে আজকের তারিখসহ আমার স্বাক্ষর প্রদর্শন করা হয়েছে; অথচ আমার বাবার অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ধরে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি কোথায় পাঠাইনি। এ ভূয়া বিজ্ঞপ্তি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, আহমদ আবদুল কাইয়ুম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ফেসবুক ও ইউটিউবে চলমান একজন কথিত বক্তার চারিত্রিক ও নৈতিক স্থলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমােনাইকে জড়িয়ে অনেকে অনেক কথা বলছেন। কথিত মাওলানা হাবীবুর রহমান মিছবাহ বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ বা পীর সাহেব চরমােনাইর সাথে কোন সম্পর্ক বা সংগঠনের কোন স্তরের দায়িত্বেও নাই। ব্যক্তি হিসেবে সংগঠনের সাথে আসা যাওয়া করতেন। একটি বৃহৎ সংগঠনে যে কেউই আসা যাওয়া করতে পারে। তবে তিনি আমাদের কোন দায়িত্বশীল নন।
ভূয়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আপনাদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, তার ব্যক্তিগত অপরাধকে কেউ দলের সাথে ট্যাগ দিবেন না। ব্যক্তির অপকর্ম দলের উপর বর্তাবেনা। এখন হতে তাকে আমাদের কোন মাহফিলে বা কোন প্রগ্রামে দাওয়াত না দেবার জন্য অনুরােধ করা যাচ্ছে।
-কেএল